Archive Pages Design$type=blogging

ভালোবাসা

যেই মেয়েটা চশমা ছাড়া সবকিছু অস্পষ্ট দেখে সেই কানা মেয়েটাই আমাকে ভালোবাসে !
.
আমার সকল আবদার মেটাতে সদা প্রস্তুত এই মেয়েটা। আমার আলাদীনের চেরাগ যেন এই কানা মেয়েটাই। :v
.
মজার ব্যাপার হলো, ক্রমেই এই মেয়েটার পাগলামি বেড়ে চলছে। গতকাল ফোন দিয়ে বললো, "বাংলা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দে তো একটু"। (হে হে, হো হো করে সুর করা) B| সময়টা ঠিক দুপুর। প্রখর রোদের মধ্যে আমি তখন হাঁটছি। মেয়েটার কথা শুনে হুট করে মেজাজটা কন্ট্রোলহীন হয়ে গেলো। প্রচুর বকা দিয়ে ফোনটা রেখে দিলাম।
.
বকা দেয়ায় খারাপ লাগছিলো বলে একটু পরে আমিই ফোন দিলাম। ফোনের ওপাশ থেকে, "আমি তোর কাছে যখন যা চাইবো তুই তাই দিবি ! আমার এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে ইচ্ছা করছে তুই শুনাবি। কোনো অজুহাত চলবে না"। আমি কিছু না বলে আবারো বিরক্ত হয়েই ফোনটা রেখে দিলাম।
.
এই মেয়েটা আমার থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দুরে থাকে ! এতদূর থেকেই কুরিয়ারে করে আমার জন্য গিফট পাঠাচ্ছে ! অদ্ভুত সব গিফট। বিছানার চাদর, বালিশের কভার টাইপ কিছু গিফট। অবশ্য এইসব গিফটই আমার জন্য যথার্থ। কেননা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি অতিরিক্ত অলস। :-D
.
সেদিন কথায় কথায় বললাম, "তোর চোখ তো দিনকে দিনকে দিন ইউজলেস হয়ে যাচ্ছে। এক কাজ কর ; তুই আমার একটা চোখ নে। কানা হয়ে আর কতদিন থাকবি"। মেয়েটা রাগ দেখিয়ে বললো, "হইছে থাম। তোর চোখ আমি লাগাই আর সারাজীবন তুই আমারে খোঁচাইতে থাক। তোর চোখ আমার লাগবে না। তুই অন্য কাউকে দিয়ে দে"। :-(
.
গত তিন দিন থেকে এই মেয়েটা শুধু 'থ্রি ইডিয়টস' মুভিটা দেখছে ! সত্যিই দেখছে। একসময় আমিও পাগলের মত এই মুভিটা দেখেছি। এখন পর্যন্ত প্রায় ৫৭ বার দেখেছি। তবে পাগলিটার মত নয়। কি করে একটা মানুষ একটা মুভির উপরে ৭২+ ঘন্টা সময় ধরে একটানা একই রকম ভাবে আসক্ত থাকতে পারে তা আমি বুঝে উঠতে পারছিনা। :-(
.
মেয়েটা আমার থেকে তিন মাসের বড় ! প্রথম যখন ওর সাথে পরিচয় হয় তখন ও খুব লাড্ডু খেতো। কি করিস? প্রশ্নটা করলেই উত্তর আসতো, 'লাড্ডু খাই'। চিন্তাভাবনা করে ওর নাম দিলাম "লাড্ডু" ! অবাক করা ব্যাপার, এই মেয়েটা বিরক্ত না হয়ে নিজেকে 'লাড্ডু' নামেই পরিচয় দিতে শুরু করলো ! :-D
.
আমার গিফট আসছে...! সম্ভবত কাল বিকেলে হাতে পাবো। আমি চিন্তা করছি কখন এসে আমার কাছে ওর দেয়া গিফট পৌঁছাবে আর ও চিন্তা করছে ওর দেয়া গিফট আমার ভালো লাগবে কিনা ! কাল গিফটটা হাতে পাবার পর ও যখন জানতে চাইবে আমার পছন্দ হয়েছে কিনা? তখন আমি একগাল হেসে বলবো, "অসম্ভব রকম পছন্দ হয়েছে"। অথচ, এই মেয়েটা সন্দিহান থাকবে। ওর মনে হবে, "না, আমার এটা পছন্দ হয়নি"। :-D

COMMENTS

Name

আমার ভাবনাগুলো
false
ltr
item
Omonibus: ভালোবাসা
ভালোবাসা
Omonibus
http://omonibus.blogspot.com/2016/07/blog-post_20.html
http://omonibus.blogspot.com/
http://omonibus.blogspot.com/
http://omonibus.blogspot.com/2016/07/blog-post_20.html
true
1459505652775704545
UTF-8
Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago