কতো দিন সাত সকালে তুমি বলো না
শুভ সকাল, ভালো কাটুক তোমার দিনটা
কতো দিন জানতে চাও না
দুপুরে খেয়েছি কিনা
কি করছি,কেমন আছি,কোথায় আছি ভাল আছি কিনা...
এখন দুপুর গড়িয়ে বিষন্ন বিকেলগুলো কেটে যায়
হয়না কোন কথোপকথন দু'জনায়
দূর সীমানায় উড়ে যায় সন্ধ্যার কাক
শুনি শুধু তাদের করুন গলার কর্কশ ডাক.....
সন্ধ্যা হলে যখন কষ্টগুলো উগড়ে ওঠে
বুকের-মস্তিষ্কের সীমারেখা অতিক্রম করতে চায়
তখনও পাইনা তোমার কোন খবরবার্তা
টেলিফোন বেজে ওঠে না
না ঘনঘন মোবাইল ফোন
আকাশ কথাও হয়না তাই তেমন
সেই শেষ কবে দেখেছি ভুলতে বসেছি
মুখগ্রন্থের বার্তাবাক্সে জমে আছে
শুধু আহত আর্তনাদ বাক্য কিছু..
এখন তোমাকে শুধু আকাশে আকাশে খুঁজি
এক আকাশ থেকে আর এক আকাশে
আমি তোমাকে খুঁজি,শুকি,আঁকি
সাঁজ সন্ধ্যা থেকে মাঝ রাত্তির পর্যন্ত এমনকি
যতোক্ষণ না কুমারী আকাশের কপালে সূর্যোদয়ের বাকী....
শুভ সকাল, ভালো কাটুক তোমার দিনটা
কতো দিন জানতে চাও না
দুপুরে খেয়েছি কিনা
কি করছি,কেমন আছি,কোথায় আছি ভাল আছি কিনা...
এখন দুপুর গড়িয়ে বিষন্ন বিকেলগুলো কেটে যায়
হয়না কোন কথোপকথন দু'জনায়
দূর সীমানায় উড়ে যায় সন্ধ্যার কাক
শুনি শুধু তাদের করুন গলার কর্কশ ডাক.....
সন্ধ্যা হলে যখন কষ্টগুলো উগড়ে ওঠে
বুকের-মস্তিষ্কের সীমারেখা অতিক্রম করতে চায়
তখনও পাইনা তোমার কোন খবরবার্তা
টেলিফোন বেজে ওঠে না
না ঘনঘন মোবাইল ফোন
আকাশ কথাও হয়না তাই তেমন
সেই শেষ কবে দেখেছি ভুলতে বসেছি
মুখগ্রন্থের বার্তাবাক্সে জমে আছে
শুধু আহত আর্তনাদ বাক্য কিছু..
এখন তোমাকে শুধু আকাশে আকাশে খুঁজি
এক আকাশ থেকে আর এক আকাশে
আমি তোমাকে খুঁজি,শুকি,আঁকি
সাঁজ সন্ধ্যা থেকে মাঝ রাত্তির পর্যন্ত এমনকি
যতোক্ষণ না কুমারী আকাশের কপালে সূর্যোদয়ের বাকী....