> সেদিনের পর থেকে আমি ওর ফোন ধরি না । যে আমাকে ছেড়ে গেছে তার সাথে কিসের কথা , বলি না একদমই । আজ দুহাত আমার মেহেদির রঙে রাঙ্গা , কাল গায়ে হলুদ । সারাদিনের ব্যস্ততায় বাসার সবাই ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে , আমি বারান্দার ইজি চেয়ারটায় হেলান দিয়ে চোখ বুজে রয়েছি আর হেড ফোনে গান শুনছি । হটাৎ সেই নাম্বার থেকে ফোন , ধরবো না ভেবেও ধরলাম ।
> - মৌ?
> - আবার কি চাও ?
> - শুনলাম বিয়ে করছ ?
> - হুম করছি , তো ?
> - শুনলাম বর নাকি তোমার অনেক বড় জব করে ?
> - তোমাকে শুনতে কে বলল ?
> - আমি তো তোমার ভালোই চাই , তোমার ভালো বিয়ে হচ্ছে জেনে ফোন দিলাম । তুমি সুখী হবে কিন্তু সত্যি আমাকে ভুলে যাবে ??
> এবার বুঝলাম এটা একটা খেলা , কাউকে গ্রহণও করবে না আবার ছাড়বেও না । কাছে থাকলে কষ্ট দিবে , আর দূরে গেলে নিজেও শান্তি পাবে না । ভালবাসবেও না , আবার আমি ওকে ভুলে যাবো তা সহ্য করতে পারবে না । খুব মজার একটা খেলা , কি অদ্ভুত ভাবেই না কিছু মানুষ খেলে এটা । আমি ফোন রেখে দিলাম , আর ওর নাম্বারটা ব্লক করে দিলাম । কাল বাদে পরশু আমার বিয়ে , আমি এখন শানাই শুনবো ...আমার মন খারাপ ...
> - মৌ?
> - আবার কি চাও ?
> - শুনলাম বিয়ে করছ ?
> - হুম করছি , তো ?
> - শুনলাম বর নাকি তোমার অনেক বড় জব করে ?
> - তোমাকে শুনতে কে বলল ?
> - আমি তো তোমার ভালোই চাই , তোমার ভালো বিয়ে হচ্ছে জেনে ফোন দিলাম । তুমি সুখী হবে কিন্তু সত্যি আমাকে ভুলে যাবে ??
> এবার বুঝলাম এটা একটা খেলা , কাউকে গ্রহণও করবে না আবার ছাড়বেও না । কাছে থাকলে কষ্ট দিবে , আর দূরে গেলে নিজেও শান্তি পাবে না । ভালবাসবেও না , আবার আমি ওকে ভুলে যাবো তা সহ্য করতে পারবে না । খুব মজার একটা খেলা , কি অদ্ভুত ভাবেই না কিছু মানুষ খেলে এটা । আমি ফোন রেখে দিলাম , আর ওর নাম্বারটা ব্লক করে দিলাম । কাল বাদে পরশু আমার বিয়ে , আমি এখন শানাই শুনবো ...আমার মন খারাপ ...