ডাক্তার মেয়ে বিয়ে করা হেব্বি ঝামেলা,আপনাকে একদম টাইম দিতে পারবে না।হসপিটাল,চেম্বার তো আছেই সাথে সপ্তাহে অন্তত তিনদিন নাইট ডিউটি থাকবে।তবে সুবিধাও আছে,যদি আপনি মৃগি,স্ট্রোক বা হার্ট ডিজিজ টাইপ সিরিয়াস কোন রোগের রুগী হন।
.
নাম মনে নাই এরকম একটা বাংলা সিনেমায় অনেকদিন আগে একটা ডায়ালগ শুনেছিলাম,'সব মেয়েই পটে,কেউ রবিবারে আর কেউ মঙ্গলবারে।' :-P
তাই অনেক সাহস-টাহস সঞ্চয় করে গেছিলাম একটা ডাক্তার মেয়েরে পটাইতে B-)
.
#প্রথম_স্টেপঃ
কোন মেয়েকে পটানোর প্রথম পদক্ষেপ হলো তার চেহারার প্রশংসা করা।প্রথম দিন দেখা হলে তাকে বললাম,
.
-এই শুনো,তোমার চোখদুটো না অন্নেক সুন্দর।এই টাইপের চোখকেই সাহিত্যের ভাষায় বলে কাকচক্ষু,,ঠিক যেন জন্ম কাজল পরানো।এরকম কালো চোখ আমার অসম্ভব প্রিয় <3
.
মেয়েটা উত্তরে বললো,
-আপনি জানেন মানুষের চোখ কালো হয় কেন?চোখ কালো হওয়ার জন্য টিনডেল এফেক্ট দায়ী।যার চোখে টিনডেল এফেক্ট বেশি তার চোখ বেশি কালো।এই এফেক্ট মাত্রাতিরিক্ত হলে আবার ফ্লুয়েটার,ডার্ক স্পট ইন রেটিনা ইত্যাদি টাইপের সিরিয়াস আই ডিজিজের সৃস্টি হতে পারে।আর চোখ নীল হয় টিনডেল ফেনোমেন এর কারনে। :-|
.
(কালো চোখ নিয়ে ঝাড়া আধাঘন্টা জ্ঞানগর্ভ আলোচনা শুনে আমি পুরাই টাস্কিত।একবার ভাবলাম এই টাইপের ইন্টেলেকচুয়াল মেয়ে পটানো আমার কাজ না।টাইম মতো কেটে পড়াই মনে হয় ভালো হবে।পরক্ষনেই মনে পড়লো,আমি না অনন্ত জলিলের ফ্যান?)
.
#দ্বীতিয়_স্টেপঃ
পটানোর সেকেন্ড স্টেপ হলো আপনার ক্রাশকে বুঝাইতে হবে যে আপনি তাকে কতোটা ভালোবাসেন।যেই ভাবা সেই কাজ,আমি সুন্দর এক আবেগী এসএমএস লিখে তার ফোনে সেন্ড করলাম;
"এই মেয়ে তোমার কোন ধারনাই নেই আমি তোমাকে কতটা ভালোবাসি।ফেসবুকে তোমার রিপ্লায় আসলে প্রতিবার আমার দুইটা করে হাটবিট মিস হয়।তোমাকে দেখলে প্রচন্ডভাবে বুক কাপতে থাকে,গলা শুকিয়ে কাঠ হয়ে যায়।আমার হৃদয়ের সবটুকু জুড়ে শুধু তুমি,তুমি আর তুমি।'
.
ম্যাসেজ ডেলিভার্ড হওয়ার দু'মিনিটের মধ্যেই রিপ্লায়।আমি তো খুশিতে পুরা তিন আটে চব্বিশ খানা।অপারেশন মনে হয় সাকসেসফুল হয়ে গেছে।কাপা কাপা হাতে ম্যাসেজটা ওপেন করে দেখি সুন্দর করে লিখা,
"হার্টরেট স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়াকে মেডিকেল সাইন্সের ভাষায় বলা হয় 'পালপিটিশান'।এরপর আর এরকম হলে স্কয়ারের 'ইনডেভার টেন এমজি' ঔষধটা অর্ধেক করে সকালে আর রাতে খাবেন।এতে যদি না কমে তাহলে 'frenxit 15' প্রতিদিন দুপুরে খাওয়ার পর একটা করে খাবেন।সাথে ইনডেভার চলতে থাকবে।আশা করি এতেই বুকের কাঁপন কমে যাবে।" :-/
.
(কি এসএমএস এর কি রিপ্লায়!!আমি হাসবো না কাদবো বুঝতে পারছি না।তবে হাল যে ছেড়ে দেওয়া যাবে না এটা বুঝতেছি।লাইফে এই ডাক্তার মেয়েকে যেকোন মূল্যে আমার লাগবেই।)
.
#তৃতীয়_স্টেপঃ
মেয়েটাকে বুঝাতে হবে এবং একই সাথে বিশ্বাসও করাতে হবে যে,তাকে ছাড়া আপনি কোনভাবেই বাঁচতে পারবেন না। ক্রাশ এক্ষেত্রে ডাক্তার হলে এই স্টেপ বেশি এফেক্টিভ হওয়ার কথা।আমি আমার ক্রাশকে উদ্দেশ্য করে সুন্দর একটা চিঠি লিখলাম;
'এই যে ডাক্তার সাহেবা,আপনি কি জানেন নিজের অজান্তেই আপনি এই পৃথিবীতে আরো একটা রুগীর সংখ্যা বাড়িয়ে ফেলেছেন!আমি রাত-দিন সবসময় আপনার কথাই চিন্তা করি।খাওয়া দাওয়া করতে একদম ইচ্ছা করে না।রাতে একফোটা ঘুম আসে না,সারারাত জেগে জেগে আপনার কথা ভাবি।আপনার বিরহে আমি দিনদিন শুকিয়ে যাচ্ছি।এরকম চলতে থাকলে মনে হয় আর বেশিদিন বাঁচবো না।'
.
চিঠির উত্তরে এতোদিন জানতাম চিঠি আসে।কিন্তু আমার ক্ষেত্রে খাম খুলতেই বের হলো চাররঙা একটা প্রেসক্রিপশন :-P
তাতে লিখা,
furinoz 500mg.. (1-0-1)
খাবারে রুচির জন্য।
arotril 0.5mg.. (0-0-1)
ঠিকমতো ঘুম হওয়ার জন্য।
.
আমি যখন ভাবতেছি এ মেয়েকে পটানো আমার পক্ষে পসিবল না তখন দেখি প্রেসক্রিপশনের একদম শেষে ছোট্ট করে লিখা,'আর এই ঔষধে যদি কাজ না হয় তাহলে আপনার আব্বু আম্মুকে আমার বাসায় এসে আমার ফ্যামিলির সাথে কথা বলতে বলবেন।যদি আপনার সাহসে কুলায় আরকি....!! :-D '
.
.
#অফটপি: বিয়ের পর এখন যদি মাঝরাতে বউকে ঘুম থেকে তুলে বলি,ইয়ে মানে আমার না ঘুম আসছে না ! ;-)
তাইলে বউ এসিডিটি বা ঘুমের ঔষুধ এনে দেয় না।বিষয়টা সে বুঝতে পারে :-P :-D
ডাক্তার মেয়ে বিয়ে করার এটাই সুবিধা :3 B-)
#কোন_এক_ডাক্তার_বৌ_এর_বর
.
নাম মনে নাই এরকম একটা বাংলা সিনেমায় অনেকদিন আগে একটা ডায়ালগ শুনেছিলাম,'সব মেয়েই পটে,কেউ রবিবারে আর কেউ মঙ্গলবারে।' :-P
তাই অনেক সাহস-টাহস সঞ্চয় করে গেছিলাম একটা ডাক্তার মেয়েরে পটাইতে B-)
.
#প্রথম_স্টেপঃ
কোন মেয়েকে পটানোর প্রথম পদক্ষেপ হলো তার চেহারার প্রশংসা করা।প্রথম দিন দেখা হলে তাকে বললাম,
.
-এই শুনো,তোমার চোখদুটো না অন্নেক সুন্দর।এই টাইপের চোখকেই সাহিত্যের ভাষায় বলে কাকচক্ষু,,ঠিক যেন জন্ম কাজল পরানো।এরকম কালো চোখ আমার অসম্ভব প্রিয় <3
.
মেয়েটা উত্তরে বললো,
-আপনি জানেন মানুষের চোখ কালো হয় কেন?চোখ কালো হওয়ার জন্য টিনডেল এফেক্ট দায়ী।যার চোখে টিনডেল এফেক্ট বেশি তার চোখ বেশি কালো।এই এফেক্ট মাত্রাতিরিক্ত হলে আবার ফ্লুয়েটার,ডার্ক স্পট ইন রেটিনা ইত্যাদি টাইপের সিরিয়াস আই ডিজিজের সৃস্টি হতে পারে।আর চোখ নীল হয় টিনডেল ফেনোমেন এর কারনে। :-|
.
(কালো চোখ নিয়ে ঝাড়া আধাঘন্টা জ্ঞানগর্ভ আলোচনা শুনে আমি পুরাই টাস্কিত।একবার ভাবলাম এই টাইপের ইন্টেলেকচুয়াল মেয়ে পটানো আমার কাজ না।টাইম মতো কেটে পড়াই মনে হয় ভালো হবে।পরক্ষনেই মনে পড়লো,আমি না অনন্ত জলিলের ফ্যান?)
.
#দ্বীতিয়_স্টেপঃ
পটানোর সেকেন্ড স্টেপ হলো আপনার ক্রাশকে বুঝাইতে হবে যে আপনি তাকে কতোটা ভালোবাসেন।যেই ভাবা সেই কাজ,আমি সুন্দর এক আবেগী এসএমএস লিখে তার ফোনে সেন্ড করলাম;
"এই মেয়ে তোমার কোন ধারনাই নেই আমি তোমাকে কতটা ভালোবাসি।ফেসবুকে তোমার রিপ্লায় আসলে প্রতিবার আমার দুইটা করে হাটবিট মিস হয়।তোমাকে দেখলে প্রচন্ডভাবে বুক কাপতে থাকে,গলা শুকিয়ে কাঠ হয়ে যায়।আমার হৃদয়ের সবটুকু জুড়ে শুধু তুমি,তুমি আর তুমি।'
.
ম্যাসেজ ডেলিভার্ড হওয়ার দু'মিনিটের মধ্যেই রিপ্লায়।আমি তো খুশিতে পুরা তিন আটে চব্বিশ খানা।অপারেশন মনে হয় সাকসেসফুল হয়ে গেছে।কাপা কাপা হাতে ম্যাসেজটা ওপেন করে দেখি সুন্দর করে লিখা,
"হার্টরেট স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়াকে মেডিকেল সাইন্সের ভাষায় বলা হয় 'পালপিটিশান'।এরপর আর এরকম হলে স্কয়ারের 'ইনডেভার টেন এমজি' ঔষধটা অর্ধেক করে সকালে আর রাতে খাবেন।এতে যদি না কমে তাহলে 'frenxit 15' প্রতিদিন দুপুরে খাওয়ার পর একটা করে খাবেন।সাথে ইনডেভার চলতে থাকবে।আশা করি এতেই বুকের কাঁপন কমে যাবে।" :-/
.
(কি এসএমএস এর কি রিপ্লায়!!আমি হাসবো না কাদবো বুঝতে পারছি না।তবে হাল যে ছেড়ে দেওয়া যাবে না এটা বুঝতেছি।লাইফে এই ডাক্তার মেয়েকে যেকোন মূল্যে আমার লাগবেই।)
.
#তৃতীয়_স্টেপঃ
মেয়েটাকে বুঝাতে হবে এবং একই সাথে বিশ্বাসও করাতে হবে যে,তাকে ছাড়া আপনি কোনভাবেই বাঁচতে পারবেন না। ক্রাশ এক্ষেত্রে ডাক্তার হলে এই স্টেপ বেশি এফেক্টিভ হওয়ার কথা।আমি আমার ক্রাশকে উদ্দেশ্য করে সুন্দর একটা চিঠি লিখলাম;
'এই যে ডাক্তার সাহেবা,আপনি কি জানেন নিজের অজান্তেই আপনি এই পৃথিবীতে আরো একটা রুগীর সংখ্যা বাড়িয়ে ফেলেছেন!আমি রাত-দিন সবসময় আপনার কথাই চিন্তা করি।খাওয়া দাওয়া করতে একদম ইচ্ছা করে না।রাতে একফোটা ঘুম আসে না,সারারাত জেগে জেগে আপনার কথা ভাবি।আপনার বিরহে আমি দিনদিন শুকিয়ে যাচ্ছি।এরকম চলতে থাকলে মনে হয় আর বেশিদিন বাঁচবো না।'
.
চিঠির উত্তরে এতোদিন জানতাম চিঠি আসে।কিন্তু আমার ক্ষেত্রে খাম খুলতেই বের হলো চাররঙা একটা প্রেসক্রিপশন :-P
তাতে লিখা,
furinoz 500mg.. (1-0-1)
খাবারে রুচির জন্য।
arotril 0.5mg.. (0-0-1)
ঠিকমতো ঘুম হওয়ার জন্য।
.
আমি যখন ভাবতেছি এ মেয়েকে পটানো আমার পক্ষে পসিবল না তখন দেখি প্রেসক্রিপশনের একদম শেষে ছোট্ট করে লিখা,'আর এই ঔষধে যদি কাজ না হয় তাহলে আপনার আব্বু আম্মুকে আমার বাসায় এসে আমার ফ্যামিলির সাথে কথা বলতে বলবেন।যদি আপনার সাহসে কুলায় আরকি....!! :-D '
.
.
#অফটপি: বিয়ের পর এখন যদি মাঝরাতে বউকে ঘুম থেকে তুলে বলি,ইয়ে মানে আমার না ঘুম আসছে না ! ;-)
তাইলে বউ এসিডিটি বা ঘুমের ঔষুধ এনে দেয় না।বিষয়টা সে বুঝতে পারে :-P :-D
ডাক্তার মেয়ে বিয়ে করার এটাই সুবিধা :3 B-)
#কোন_এক_ডাক্তার_বৌ_এর_বর