একদিন তুমি-
আমাকে একটি পূর্ণ যৌবনবতী নদী দিলে।
একটি নৌকা আর বৈঠা চাইলাম দিলেনা।
বললাম, থৈ থৈ জোৎস্নায় একরাতে নদীর বুকে ভেসে থাকি। সেও ভাসলেনা।
বৃষ্টির দিনে নদীতে সাঁতার কেটে ঐপাড়ে যাই, সেও রাজি হলেনা।
মাছেদের সাথে ডুব দেয়া হলোনা।
কচুরি ফুলের আড়ালে লুকোচুরি সে খেলাও হলোনা।
দেখ, তুমি, আমার নদীটি মরে গেছে।
ওর সাথে মরে গেছে মাছেরা, ফুলেরা।
দূরে চলে গেছে অভিমানী জোৎস্না।
নদীর বুকে এখন শূধু পদচিহ্ন ছাঁপ।
আমি কান পাতি, শুনি কান্নার গোঙানি।
আমাকে বাঁচিয়ে তোলো...
আমি মরে যেতে চাইনা এমন করে.!!!